ঢাকা (সকাল ১০:৫৭) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি স্থানে পবিত্র ঈদ উল ফিতর পালন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার রাত ০১:৪৪, ১৪ মে, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট পাঁচটি গ্রামে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত ঈদ-উল-ফিতরের এই নামাজ অনুষ্ঠিত হয়।

একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন, সৌদি আরবের সাথে মিল রেখে জেলার সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা ও গোমস্তাপুর উপজেলার কয়েকটি গ্রামে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ জামাতের সাথে শান্তিপূর্ণভাবে আদায় করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের মোমিনটোলা গ্রাম ও চর বাগানপাড়া এলাকায় সকাল ৮টায়, শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রাধানগর এবং ছিয়াত্তর দিঘি এলাকায় সকাল ৮টায় এবং গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর এলাকায় ঈদ-উল-ফিতরের নামাজ সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে ইসলামী গবেষক শাঈখ জয়নুল আবেদিন জানান, বিশ্বের পবিত্রতম স্থান সৌদি আরবের সাথে মিল রেখে আমাদের দেশে ঈদ-উল-ফিতরের নামাজ পড়া শুদ্ধ নয়। কারণ ঘোষণা না এলে ঈদ পালন করা ঠিক না। চাঁদ দেখা স্বাপেক্ষে এ বিষয়ে ঘোষণা দেবেন সরকার বা রাষ্ট্রপ্রধান। এটি শুদ্ধ না হওয়ার পেছনে আরো একটি বিষয় হচ্ছে, কেন সৌদি আরবের সঙ্গে ঈদ পালন করা হবে? আদৌ কি আমাদের কোনো ইবাদত সৌদি আরবের সঙ্গে পালন করার কথা বলা হয়েছে? আর যেহেতু বৈজ্ঞানিক ব্যাখ্যা মতে সময়ের ব্যবধান রয়েছে সেহেতু সৌদি আরবের সাথে বাংলাদেশের সময় বিবেচনা করে তবেই রোজা শুরু, শেষ ও ঈদ পালন করতে হবে। আর তাই এমন কাজ মোটেই সঠিক হবেনা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT