চাঁপাইনবাবগঞ্জে ইবিএইউবি’র আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার ১২:০২, ২২ ফেব্রুয়ারী, ২০২২
যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে বাংলাদেশের দ্বিতীয় কৃষি গবেষণা বিশ্ববিদ্যালয় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-ইবিএইউবি। সোমবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. দেলোয়ার হোসেন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেন।
এদিন সকাল সাড়ে ৯টায় দিবসটি পালন উপলক্ষ্যে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও আইন অনুষদের সহকারী অধ্যাপক এস.এম শহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপাচার্য ড. মো. দেলোয়ার হোসেন।
এ সময় তিনি গভীর শ্রদ্ধার সাথে মহান ভাষা আন্দোলনের সূর্য সন্তানদের শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করে বলেন, যে ভাষার জন্য বাংলা ভাষাভাষীরা দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধ করেছিলো সেই ভাষাকে ভালোভাবে বুকে ধারণ করে চর্চা করতে হবে। তারপর বিদেশী ভাষার প্রতি আকৃষ্ট হতে হবে। আর তাই মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে একটি দুর্নীতিমুক্ত সোনার বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তিনি।
ভার্চুয়াল আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও ট্রেজারার (অ.দা) মো. শাহারিয়ার কবীর, কৃষি অনুষদের সিনিয়র প্রভাষক ড. সাহেব আলী প্রামানিক, কৃষি অনুষদের সিনিয়র প্রভাষক ও সিনিয়র সহকারী রেজিস্ট্রার অনন্যা প্রভা, সহযোগী অধ্যাপক ও পরিচালক (আইকিউএসি) ড. মো. শামীমুল হাসান, কৃষি অনুষদের প্রধান ও সহকারী অধ্যাপক ড. আশরাফুল আরিফ, ব্যবসায় প্রশাসন অনুষদের প্রধান এস.এম ফরিদুল ইসলাম, কৃষি অর্থনীতি অনুষদের প্রধান মেহনাজ আফসার, আইন অনুষদের প্রধান এনামুল হক ও প্রক্টর ড. মো. মশিউর রহমান, জনসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার মো. মুসা নাজমুল বাপ্পিসহ বিভিন্ন অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে আলোচনা সভার শুরুতে কুরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সঙ্গিত পরিবেশনের পর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মোস্তফা মাহমুদ হাসান।
এছাড়া আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় ভার্চুয়াল বক্তব্য ও কবিতা আবৃত্তি করা হয়। পরিশেষে শহীদদের রূহের মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।
এর আগে ভারপ্রাপ্ত উপাচার্যের নেতৃত্বে স্বল্প পরিসরে কালো ব্যাচ ধারণ করে নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।