ঢাকা (সকাল ১১:৪১) সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

হত্যা মামলার আসামী শাহনাজ চেয়ারম্যানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার Clock বুধবার সন্ধ্যা ০৬:৩১, ২৩ জুলাই, ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে জুলাই-আগষ্ট-২৪ বৈষম্যবিরোধী আন্দোলনে দুটি হত্যা মামলার আসামী বারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ বেগমকে গ্রেপ্তার ও অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয়রা।

 

বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে বিক্ষুদ্ধরা জড়ো হয়ে এই ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহনাজ বেগমের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। এতে নারী ও পুরুষসহ বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সুবিধাভোগী শাহনাজ বেগম একাধিক ছাত্র হত্যা মামলার আসামি। তারা প্রশ্ন রেখে বলেন, একজন হত্যা মামলার আসামি কিভাবে  প্রকাশ্যে ঘোরাফেরা করে এবং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন? মানববন্ধনে অংশগ্রহণকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা দাবি করেন অনতিবিলম্বে শাহনাজ বেগমকে গ্রেপ্তার এবং তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দিতে হবে।

 

এর আগে একটি বিক্ষোভ মিছিল ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, মোল্লা সিয়াম, ফয়সাল সাগর, সাব্বির আহাম্মেদ, সোহেল আহাম্মেদ, খোরশেদ আলমসহ অন্যান্যরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT