দাউদকান্দিতে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপন

হোসাইন মোহাম্মদ দিদার
শনিবার সন্ধ্যা ০৬:১৩, ১৯ জুলাই, ২০২৫
পৌরসভার শহীদ শিশু পার্কে জুলাই শহীদদের নামে বৃক্ষরোপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।
উপজেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের ব্যবস্থাপনায় শনিবার (১৯ জুলাই) সকাল ১০ টায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত হওয়া চার শহীদের স্মরণে পৃথক পৃথক ৪টি বনজ চারা গাছ রোপন করেছেন উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, পৌর আহ্বায়ক সাইফুল ইসলাম, ওহাব মিনহাজ, ফয়সাল শিকদার প্রমুখ।
শহীদ চারজন হলো রিফাত, মাহিন, বাবু ও হৃদয়।
এদের মধ্য গত বছর ২৪ জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে অংশ নিয়ে হৃদয় ও মাহিন ঢাকায় নিহত হয়েছিল এবং রিফাত ও বাবু দাউদকান্দিতে ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ নিহত হয়েছিল।