ঢাকা (রাত ১:০৯) রবিবার, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

কুমিল্লা-১ আসনে তরুণ প্রজন্মের আস্থা ড. মারুফে

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার রাত ১১:৫০, ৩ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনে তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন ড.খন্দকার মারুফ হোসেন। শিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তি ও আধুনিক রাজনৈতিক চিন্তাধারার কারণে এ আসনের তরুণ ভোটারদের আস্থার প্রতীক হিসেবে তাকে দেখছেন অনেকেই।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় থাকা ড.খন্দকার মারুফ হোসেন তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের বিষয়ে জোরালো বক্তব্য দিয়ে আসছেন। তার এসব উদ্যোগ ও ভাবনা তরুণ সমাজকে আশাবাদী করে তুলেছে।

 

দাউদকান্দি ও মেঘনা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়কালে ড.খন্দকার মারুফ হোসেন বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ভর করছে তরুণ প্রজন্মের উপর। তাদের দক্ষতা ও মেধাকে কাজে লাগিয়ে একটি উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

 

স্থানীয় তরুণ ভোটাররা জানান, রাজনীতিতে নতুন নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা থেকেই তারা ড.খন্দকার মারুফ হোসেনের প্রতি আস্থা রাখছেন। তাদের মতে, তিনি যদি নির্বাচন করে নির্বাচিত হয় তাহলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 

এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, কুমিল্লা-১ আসনে তরুণ ভোটারদের বড় অংশ ড.খন্দকার মারুফ হোসেনের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আসন্ন নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হলে এই আসনে তার পক্ষে কাজ করার জন্য অধির আগ্রহে বসে আছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT