ঢাকা (দুপুর ১:১৪) রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

মেজর (অব.) সুমনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock সোমবার সন্ধ্যা ০৬:৪০, ২০ অক্টোবর, ২০২৫

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবুসহ দুটি হত্যা মামলায় দাউদকান্দি কার্যক্রম নিষিদ্ধঘোষিত আ.লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর(অব.) মোহাম্মদ আলী সুমনকেন ৪ দিন রিমান্ড মঞ্জুর করেছে কুমিল্লা বিচারিক আদালত।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) আবুবক্কর সিদ্দিক জানান, দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যা মামলার চাঞ্চল্যকর তথ্য পেতে জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার (২০ অক্টোবর) কুমিল্লা বিজ্ঞ বিচারিক আদালতে রিমান্ড প্রার্থনা করি। আদালত তা আমলে নিয়ে দুটি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনায়েত চৌধুরী জানান,” দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দুটি হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান আসামী মেজর(অব.) মোহাম্মদ আলী সুমনকে পৃথক দুটি মামলায় ২ করে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন কুমিল্লা বিজ্ঞ বিচারিক আদালত। আমরা আশাকরি রিমান্ডে থাকাকালীন সময়ে এ মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এমন কিছু তথ্য পাব যা মামলার বিচারকার্যে সহায়ক হবে।”

 

 

উল্লেখ্য, এর আগে চলতি মাসের ৬ অক্টোবর দিবাগত রাতে মেজর(অব.) মোহাম্মদ আলী সুমনকে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT