ঢাকা (বিকাল ৩:৫৫) বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইসরায়েলি হামলায় লেবাননে এক ভবনেই নিহত অন্তত ৭৩ জন

Israeli attack on Lebanon
হামলায় বিধ্বস্ত সেই ভবন। সংগৃহীত ছবি

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock সোমবার সকাল ১১:১১, ২৮ অক্টোবর, ২০২৪

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এরইমধ্যে গতমাসে লেবাননে চালানো এক হামলার ভয়াবহ তথ্য দিলেন প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তি। সোমবার (২৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননের সিদর শহরে বোনের বাসা বেরাতে যান হিচাম আল-বাবা। ছয়তলা ওই আবাসিক ভবনে ছিল ১৭টি অ্যাপার্টমেন্ট। সেখানেই বিভিন্ন সদস্য নিয়ে থাকতেন বিভিন্ন পরিবার। হিচাম আল-বাবার বোনের পরিবারও ছিলেন সেখানে।

গত ২৯ সেপ্টেম্বর ওই ভবনে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় পুরো ভবন বিধ্বস্ত হয়। হামলায় নিহত হয় ৭৩ জন। ওই ভবনের ধ্বংসাবশেষের নিচে সেইদিন চার ঘণ্টা ধরে আটকা ছিলেন হিচাম।

আটকা অবস্থাতেই হিচাম তার বোনকে অনবরত কল করছিলেন। কিন্তু তার পরিবারের কেউ ফোন ধরছিলেন না। বার্তাসংস্থা এপিকে হিচাম বলেন, কেউ একটা শব্দও করেনি, আমি কোনো চলাচলের শব্দ শুনতে পাইনি।

এএফপি বলছে, গত সেপ্টম্বর থেকে লেবাননে হামলার পরিমাণ বাড়িয়েছে ইসরায়েল। এতে দেশটিতে এখন পর্যন্ত নিহত হয়েছে এক হাজার ৬১৫ জন। সেইসঙ্গে বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ লেবানিজ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT