মেঘনা নিউজ ডেস্ক সোমবার বেলা ১২:৫১, ২৯ জুলাই, ২০২৪
আমার এখন খুব ভয় করে
হোসাইন মোহাম্মদ দিদার
এখন আমার পোশাকধারী দেখলেই ভয় করে
সাদা পোশাকধারী দেখলেও ভয় করে
সামরিক বাহিনীকে দেখলে তো ভয়ে তটস্থই থাকি
এখন ভয় করে আমার প্রাক্তন প্রেমিকাকে দেখলেও
এখন তোমাকে দেখলেও ভয় করে
এখন তাকে দেখলেও ভয় করে
এখন গৃহপালিত বউকে নিয়ে ঘুমোতে গেলেও ভয় করে
এখন মন্ত্রী এমপি ও সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তিকে দেখলেও ভয় করে
এখন সর্বদলীয় নেতাদেরকে দেখলেও ভয় লাগে
খুব ভয় করে ক্ষমতাসীনদের দেখলেও
আরও বেশি করে বিরোধীদলীয় নেত্রীকে দেখলে
আমার এখন খুব ভয় করে
এখন কবিকে দেখলেও ভয় করে
এখন খুব ভয় করে কাছের মানুষ, দূরের মানুষেদের দেখলেও
বিশ্বাস করুন এতভয় আগে করেনি আমার!
এখন তাকে দেখলেই মনে হয় সে আমাকে গুলি করতে পারে
তেমাকে দেখলেও মনে হয় তুমি আমাকে গুলি করতে পারো
এখন আমার নিরস্ত্র স্বশস্ত্র যাকে দেখি তাকেই মনে হয় তারা আমাকে গুলি করতে পারে
আমার এখন মহামান্য রাষ্ট্রপতি
মাননীয় প্রধানমন্ত্রীকেও খুব ভয় করে!
আমার এখন খুব বেশি ভয় করে
মাননীয় বিচারপতি
স্বরাষ্ট্রমন্ত্রী
তিন বাহিনীর প্রধান
পুলিশ প্রধানকে
ভয় করে বিজিবি ও র্যাব প্রধানকেও
আমার এখন খুব বেশি ভয় করে
ভয় করে ঘরে-বাইরে
এই দেশ এখন ভয়ার্ত দেই দেশ
এই নগর এখন ভয়ার্ত নগরী
বাতাসে কান পেতে শুধু দিক্বিদিক
ভয়ার্ত মানুষের আর্তনাদ শুনি।