ঢাকা (দুপুর ১২:৪৩) বুধবার, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


৬ দফা দাবিতে ইউএনও’র নিকট পরিবার কল্যাণ সহকারী সমিতির স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ১১:২৪, ১৭ অক্টোবর, ২০১৯

এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ র‌্যালি শেষে ৬ দফা দাবিতে বৃহস্পতিবার নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি লোহাগড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি লোহাগড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ বৃহস্পতিবার বিকাল ৩টায় শহরে র‌্যালি শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুকুল কুমার মৈত্র এর নিকট ৬দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।

তাদের দাবিগুলো হলো বাংলাদেশ সরকারের তৃতীয় শ্রেণির কর্মচারীদের যে গ্রেডিং এ যে গ্রুপে রাখা হয়েছে(১১-১৬) সেই গ্রুপে পুনঃবহাল করতে হবে।

যেসকল পরিবার কল্যাণ সহকারীদের পেনশনের বিশ ভাগকর্তন করে রাখা হয়েছে তা ফেরৎসহ শতভাগ পেনশন নিশ্চিত করতে হবে।

পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে পরিবার কল্যাণ সহকারী থেকে পরিবার কল্যাণ পরিদর্শক পদে শতভাগ পদোন্নতির বিধান নিশ্চিত করতে হবে।

পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে মনোনয়নের ক্ষেত্রে আমাদের পূর্বের বরাদ্দকৃত ত্রিশভাগ পেনশন ডেপুটেশন কোটা পুনঃবহাল করতে হবে এবং যে সকল পরিবার কল্যাণ সহকারী ৬মাসের সিএসবিএ প্রশিক্ষণ প্রাপ্ত তাদের টেশনিক্যাল স্কেলসহ পদ মর্যাদা দিতে হবে এবং পর্যায়ক্রমে সকল পরিবার কল্যাণ সহকারীদের সিএসবিএ প্রশিক্ষণ দিতে হবে।

পরিবার কল্যাণ সহকারীদের কাজের পরিধি বৃদ্ধি হওয়ায় প্রতি ৫শ জন দম্পত্তির বিপরীতে ১টি পদ সৃষ্টি কতে হবে এবং যারা অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তাদের মূল বেতনের বিশভাগ অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রদানসহ পেইড ভলাস্টিয়ার নিয়োগ বন্ধ করতে হবে।

প্রস্তাবিত নিয়োগ বিধিতে পরিবার কল্যাণ সহকারীদের সন্তানদের জন্য ত্রিশভাগ পোষ্যকোটা নির্ধারণ করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের লোহাগড়া শাখার সভাপতি শাহানা আফরোজ, সাধারণ সম্পাদক ছিয়ারন নেছা সহ সংগঠনের সদস্য রেশমা, রুমানা, যুথিকা, মিতু দত্ত, মিনাক্ষী মল্লিক, লতিকা রাণী, খায়রুন্নাহার, স্মরজিনী পোদ্দার,তমা, ফিরোজা, শামসুন্নাহার, সাগরিকা প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT