ঢাকা (রাত ১২:৩৬) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনা

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার বিকেল ০৪:৪৭, ৫ জানুয়ারী, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে রহনপুর-নাচোল সড়কের রহনপুর পৌর এলাকার চিনিয়াতলায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত ওই কলেজ ছাত্র নাচোল উপজেলার কসবা ইউনিয়নের জাদুপুর গ্রামের মো. একরামুল হকের ছেলে শাহীন বাবু (২২)। সে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কলেজ ছাত্র শাহীন সাইকেল চালিয়ে কলেজ যাচ্ছিল। এ সময় চিনিয়াতলা নামক স্থানে একটি ধানবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। পুলিশ ট্রাকটি (ঢাকা-মেট্রো-১৪-১২৫৬) আটক করতে সক্ষম হলেও এর চালক ও হেলপার পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত ওই কলেজ ছাত্রের লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT