নড়াইলে মাদক, ইভটিজিং,দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
নিজস্ব প্রতিনিধি শনিবার রাত ১০:০৯, ১২ অক্টোবর, ২০১৯
প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযান সফল স্বার্থক করতে নড়াইলে মাদক, ইভটিজিং,দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন পালন
নড়াইল প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযান সফল ও স্বার্থক করতে অভিযানের অংশ হিসাবে সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার সি,ডি বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লোহাগড়ার জয়পুর ইউনিয়নের ছাত্র,যুব ও নাগরিক সমাজের আয়োজনে শনিবার(১২ অক্টোবর) এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান(স্থায়ী পরিষদ) লায়ন মোঃ নুর ইসলাম, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি,এম কামাল হোসেন, মোঃ ইকবাল ভূঁইয়া, লিয়াকত হোসেন লিকু, মোঃ পিকুল আলম, বিলায়েত হোসেন, মোঃ শওকত আলী স্বপন, সাদিনুর ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযান সফল করতে তৃণমূল থেকেই সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্র,যুব সহ সচেতন মানুষদের প্রতিবাদ, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে।