চাঁপাইনবাবগঞ্জ “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠনের রজত জয়ন্তী পালিত
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি বৃহস্পতিবার সকাল ১১:৩২, ২০ অক্টোবর, ২০২২
১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের পক্ষে যুদ্ধে নিহত বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের প্রতিনিধিত্বকারী “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠনের রজত জয়ন্তী উৎসব পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার শ্লোগানে বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এই উৎসব পালিত হয়। এ উপলক্ষ্যে সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দুখুমারী প্রতিনিধিইসগেট সংলগ্ন আম বাগানে কেক কর্তণ অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আরাধ্য ও জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা রাখছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠনটি। আমরা এই দেশকে কখনোই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের হতে দিব না। কারণ স্বাধীনতা বিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করছে। বরাবরের মতোই মুক্তিযোদ্ধার সন্তানেরা তা প্রতিহত করছে। এর মাধ্যমে দেশ থেকে অন্যায়, অবিচার, অনাচার, সাম্প্রদায়িকতা দূর হবে। তৈরি হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। এদেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের প্রজন্মরা বেঁচে থাকতে দেশকে অস্থিতিশীল হতে দিবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন মুক্তিযোদ্ধার সন্তানরা।
এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি জোবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রফিক বাবু, মুক্তিযোদ্ধার সন্তান রাকিবুল হাসান বিরু, ফেরদৌস সিহানুক শান্ত, ফিরোজ কবির, মারুফ মন্ডল উপস্থিত ছিলেন।