ঢাকা (বিকাল ৩:৩২) রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট দিলো গ্রীণ ভয়েস

শিক্ষাঙ্গন ২১০২১ বার পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দায়িত্বপালনকারী স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট দিলো গ্রীণ ভয়েস।

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:০৮, ৪ অক্টোবর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দায়িত্বপালনকারী স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট দিলো গ্রীণ ভয়েস।

ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনগুলোতে সেচ্ছায় দায়িত্বপালনকারী স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট প্রদান করেছে গ্রীণ ভয়েস। গত ১৩ সেপ্টেম্বর গ ইউনিট পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ।

যা পর্যায়ক্রমে চ,ক,খ এবং ঘ ইউনিট পরীক্ষার মধ্য দিয়ে ২৭ সেপ্টেম্বর শেষ হয়। প্রতিটি ভর্তি পরীক্ষার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রীণ ভয়েস এর স্বেচ্ছাসেবকরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র চিনিয়ে দেয়া, ফ্রি পানি বিতরণ, ফ্রি কলম বিতরণ, পরীক্ষার্থীদের মোবাইল, ব্যাগ যত্নে রাখা,পরীক্ষার ফলাফল মোবাইলে ম্যাসেজের মাধ্যমে জানানো, অভিভাবকদের বসার ব্যবস্থা সহ নানা সেবা প্রদান করেছে।

কাজের স্বীকৃতি স্বরুপ গ্রীণ ভয়েস সেবা প্রদানকারী স্বেচ্ছাসেবকদের সার্টিফিকেট প্রদান করেছে। গ্রীণ ভয়েস ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ তারেক রায়হান এর সভাপতিত্বে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রখ্যাত লেখক,গবেষক,কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ, ঢাবি অধ্যাপক এম,এম আকাশ, সিপিবির যুগ্ম সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গ্রীণ ভয়েস এর প্রধান সমন্বয়ক আলমগীর কবীর প্রমুখ।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT