নড়াইলে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীন ভয়েস’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত
নিজস্ব প্রতিনিধি শনিবার দুপুর ০৩:০০, ৭ সেপ্টেম্বর, ২০১৯
এসকে,এমডি ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীন ভয়েস এর উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। সূত্র জানায়, যুবরাই লড়বে সবুজ পৃথিবী গড়বে এই শ্লোগানকে সামনে রেখে একদল তরুণ-তরুণী বাংলাদেশকে সবুজায়নের প্রত্যয় নিয়ে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীণ ভয়েস এর পক্ষ থেকে সারাদেশব্যপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। কর্মসূচীর অংশ হিসাবে শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রকার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এসময় লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, সহকারি প্রধান শিক্ষক এস,এম শাহাদাত হোসেন, গ্রীন ভয়েস এর কেন্দ্রীয় কমিটির সদস্য এস,এ, সাইফুল্লাহ মামুন, শিক্ষক মোঃ আজ্জাক হোসেন, কাজী আল মামুন,অফিস সহকারি মোঃ জাকির হোসেন, সাংবাদিক ইকবাল হাসান (শিমুল) সহ গ্রীণ ভয়েস লোহাগড়া থানা শাখার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে লক্ষীপাশা গার্লস স্কুল, মহিলা কলেজ, লোহাগড়া সরকারি কলেজ সহ মোট ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন করা হয়। চারা রোপনকালে বক্তারা বলেন, যেভাবে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং বাতাসে কার্বন মনোক্সাইড বেড়ে চলেছে তাতে বৃক্ষরোপন এর বিকল্প আর কিছু নেই।