ঢাকা (রাত ১২:০৮) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দুই ছাত্রীকে যৌন হয়রানি : রাবি শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

শিক্ষাঙ্গন ২১১৯৯ বার পঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি Clock সোমবার ১২:৫৩, ১ জুলাই, ২০১৯

মোঃ ইসমাইল, রাবি প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দুই ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের সামনে ঐ শিক্ষকের উপযুক্ত শাস্তি চেয়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ইনস্টিটিউট সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৫জুন) এবং বৃহস্পতিবার (২৭জুন) ইনস্টিটিউটের চতুর্থ বর্ষ এবং দ্বিতীয় বর্ষের দুইজন ছাত্রী অভিযুক্ত শিক্ষক বিষ্ণুকুমার অধিকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিকভাবে উত্যক্ত করার অভিযোগ করেন।
অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে মধ্য রাতে ফোন দিতেন, মেয়েদের শরীর নিয়ে অশালীন ও আপত্তিকর কথা বলতেন, কারণে-অকারণে চেম্বারে ডেকে নিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখতেন।
এছাড়াও ঐ শিক্ষক ইনস্টিটিউটের একাধিক ছাত্রীর সামনে অশালীন মন্তব্য করেছেন ও কোর্সে নম্বরের কথা উল্লেখ করে শিক্ষকের ক্ষমতা দেখাতেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
পরে মঙ্গলবার বিকেলে এক জরুরী সভা ডেকে ওই শিক্ষককে দ্বিতীয় ও চতুর্থ বর্ষের সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে যে যৌন হয়রানির ঘটনা ঘটছে কোন এক সময়ে আমরা যে এর ভুক্তভোগী হব না এর নিশ্চয়তা কী? এ সমস্যা সমাধানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, প্রতিবাদ করতে হবে। এখন দেশের সব স্থানেই নারীরা যৌন হয়রানির শিকার হচ্ছেন। কিন্তু তারা মুখ বুঝে এসব হয়রানি সহ্য করে যাচ্ছেন। এখন সময় এসেছে, সেই নিপীড়কদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার।
আই. ই. আর প্রথম ব্যাচের শিক্ষার্থী খুর্শিদ রাজীব এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মাহফুজ ঢালি, তানিয়া সরকার, আতিফা হক শোমা, প্রথম ব্যাচের শিক্ষার্থী শর্মিলা মন্ডল, আতিক মো. নুর মোহাম্মদ প্রমুখ।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT