ঢাকা (ভোর ৫:০৩) সোমবার, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সরকার কৃষির ওপর সর্বোচ্চ জোর দিয়েছে : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

কৃষি সংবাদ ২৬৫৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:২৩, ১১ জুন, ২০২০

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সরকার কৃষির ওপর সর্বোচ্চ জোর দিয়েছে। কৃষকদের সার, বীজ, টাকাসহ নানা ধরণের প্রণোদনা দিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও কৃষকদের প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে।

মন্ত্রী আজ বৃহস্পতিবার(১১জুন) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ৩২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সবজি বীজ, চারা ও উপকরণ সহায়তা বাবদ চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ির আঙিনার কোন খালি জায়গা পতিত না রাখার অনুরোধ করেছেন। একসময় দেশের অর্থনীতি নির্ভর করতো কৃষির ওপর। সরকার হারানো সে অতীত ফিরিয়ে আনতে নানামুখি উদ্যোগ নিয়েছে। সরকারের উদ্যোগের ফলে করোনার ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও বাংলাদেশে খাদ্যের কোনো সমস্যা হবে না।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, আব্দুর রব, লিটন শরীফ প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT