ঢাকা (সকাল ১০:০২) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

গৌরীপুরে বিনামূল্যের বীজ ও সার পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock সোমবার বিকেল ০৪:৫৬, ৪ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে রবি মৌসুমে ১ হাজার ৩শ ৭৫ জন কৃষক পেলেন বিনামূল্যের বীজ ও সার। সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ।

উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জলির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুর রহমান, রাকিবুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহফুজ ইবনে আইয়ুব, উপ-সহকারী কর্মকর্তা শরিফুল ইসলাম, খবিরুল ইসলাম ও গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস প্রমুখ।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ১ হাজার ৩শ ৭৫ জন কৃষককে প্রতি বিঘা জমিতে গম, ভ‚ট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদম, শীতকালীন পেঁয়াজ, মুগ, মুসুরি, খেসারি প্রকারভেদে ১ কেজি করে বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT