৮ম বারের মতো “উইংস মেধাবৃত্তি – ২০২৪” সুষ্ঠুভাবে সম্পন্ন
শফিউল আলম, কক্সবাজার শনিবার সকাল ১০:৫৯, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকাস্থ মহেশখালীর ছাত্র সংগঠন উইংস কর্তৃক আয়োজিত “উইংস মেধাবৃত্তি – ২০২৪” গত ২৬শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার সকাল ১০টায় বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই শিফটে অনুষ্ঠিত হয়েছে।
মহেশখালীর প্রায় ৭৭ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে আগত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এবং ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির দুপুর ১:৩০ হতে বিকাল ৩:৩০ টা পর্যন্ত প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মহসিন আনোয়ার, প্রধান শিক্ষক ও পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব জনাব হুমায়ন কবির আজাদ, সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মকছুূদ আহমেদ, উইংসের উপদেষ্টা জনাব তৌকির ওসমান, উইংসের সাবেক সাধারণ সম্পাদক জনাব এইচ. এম. সালাহ উদ্দিন কাদের, উইংসের সাবেক সভাপতি জনাব সাজ্জাদ হোসেন পলাশ ও উইংসের সাবেক জনাব সভাপতি সালমান এম. রহমান। পরীক্ষা নিয়ন্ত্রক এবং কক্ষ পরিদর্শকসহ যাবতীয় দায়িত্ব পালন করেন উইংস এর সদস্যরা।
উইংস এর সভাপতি এস্তাফিজুর রহমান খোরশেদ বলেন, আমাদের বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আগামীতে এ বৃত্তি পরীক্ষা দেশের একটি মডেল পরীক্ষা হিসাবে প্রতিষ্ঠা করবো। এটা আমাদের ৮ম বৃত্তি পরীক্ষা ছিল এবং এটা প্রতি বছর ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
“উইংস মেধাবৃত্তি ২০২৪” পরীক্ষায় যেসব শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন এবং শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, মিডিয়া ব্যক্তিবৃন্দ আমাদের সহযোগীতা করেছেন, সবাইকে “উইংস” পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেইসাথে যাদের অক্লান্ত পরিশ্রমে বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে সেসকল পর্দার আড়ালে থাকা উইংসের সদস্যদের অভিবাদন জানান।
বিঃদ্রঃ বৃত্তি পরীক্ষার ফলাফল ২৯ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ সন্ধ্যার মধ্যে প্রকাশ করা হবে।