ঢাকা (রাত ৪:১১) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সংবাদ সম্মেলন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার দুপুর ০৩:৫৩, ২২ ফেব্রুয়ারী, ২০২১

৫ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন করেছে উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট প্রভাত টুডু। তিনি বলেন, আমরা আদিবাসী বলে সরকার কিছুটা সুযোগ সুবিধা দিলেও ভূমিদস্যুদের অত্যাচারে আমরা যাযাবরের মতো জীবন যাপন করছি। আর তাই আদিবাসীদের ভূমি রক্ষার্থে পৃথক ভূমি কমিশন গঠন করার দাবী জানানো হয়।

এছাড়া আদিবাসীদের ভাষা সংরক্ষণে ২০২২ সালের মধ্যে প্রাথমিক স্তর থেকেই আদিবাসীদের নিজ ভাষায় পাঠ্যপুস্তক প্রকাশের দাবী জানানো হয়। এছাড়াও দেশের উত্তরাঞ্চলে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ভুক্ত আদিবাসীদের সরকারি চাকুরিতে কোটা পূনর্বহাল, বাদ পড়া আদিবাসী মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্তসহ পাঁচ দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে।

সংবাদ সম্মেলনে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিংগু মুরমু, জেলা কমিটির সাধারণ সম্পাদক কর্নেলিউস মুরমুসহ আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT