ঢাকা (দুপুর ২:১৯) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

৪দিনে নষ্ট এপেক্স স্যান্ডেল : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

<script>” title=”<script>


<script>

রফিকুল ইসলাম, কুষ্টিয়া: এক কাস্টমারের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে কুষ্টিয়ায় এপেক্স শোরুমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। এসময় অভিযোগ প্রমানিত হওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা ও সেই সঙ্গে সংশ্লিষ্ট সেন্ডেলের দাম ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গত ৯ই আগস্ট রাজু আহম্মেদ নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে, তিনি কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়স্থ এপেক্স শোরুম থেকে ৯শত টাকা দিয়ে এক জোড়া স্যান্ডেল ক্রয় করে। সেই স্যান্ডেল ৪ দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। পরবর্তিতে এপেক্স শোরুমে নিয়ে গেলে তারা রাজু আহম্মেদ এর স্যান্ডেল পরিবর্তন করে দেয়নি। এ বিষয়ে গত ২রা সেপ্টেম্বর প্রথম ও ৮ সেপ্টেম্বর দ্বিতীয় বারের মতো শুনানি শেষে এপেক্স শোরুম এর কর্তৃপক্ষ তাদের দোষ স্বীকার করে। এর ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং একই সাথে সংশ্লিষ্ট সেন্ডেলের দাম ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মেঘনা নিউজ-কে নিশ্চিত করেন তিনি।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT