ঢাকা (দুপুর ১:২১) শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

২৯ জুন শুরু এইচএসসির ফরম পূরণ

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার রাত ০২:০৯, ২৬ জুন, ২০২১

ঢাকা শিক্ষা বোর্ড উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য আগামী ২৯ জুন থেকে ১১ জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণের নির্দেশনা দিয়েছে।

গতকাল শুক্রবার ঢাকা শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যপী কোভিড-১৯ জনিত অতিমারির কারণে স্বাস্থ্যবিধি মেনে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, এবার কোনো নির্বাচনী পরীক্ষা হবে না এবং এ সংক্রান্ত ফি আদায় করা যাবে না। কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী শিক্ষার্থীগণ আবেদন ফরম পূরণ করতে পারবে।

ফরম পূরণের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের এক হাজার ৯৪০ টাকা ফি দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে বিজ্ঞপ্তিতে।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT