ঢাকা (রাত ৮:৪৬) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


১২০টি টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত, শিকারীকে অর্থদন্ড

এস এম সাখাওয়াত এস এম সাখাওয়াত Clock সোমবার রাত ০৯:১৮, ৯ সেপ্টেম্বর, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এ সময় পাখি শিকারি রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থন্ড দেয়া হয়। রোববার (৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় অভিযান চালিয়ে এসব টিয়া পাখি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

 

এ সময় অভিযানে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কামাত এলাকার রবিউল ইসলামের বসত বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে একটি বড় খাঁচার ভেতর থেকে ১২০টি লালমাথা টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে পাখিগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দিয়ে অবমুক্ত করা হয়। আর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলামকে ১০ হাজার টাকা অর্থন্ড প্রদাণ করা হয়। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির, ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সারোয়ার হোসেন খান ও শিবগঞ্জ থানার পুলিশ সদস্যসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT