ঢাকা (ভোর ৫:০৭) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

হেরোইন উদ্ধারসহ যুবক আটক, মটরসাইকেল জব্দ

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock মঙ্গলবার রাত ১১:৫৪, ২ জানুয়ারী, ২০২৪

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলায় বিশেষ মাদক অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (১ জানুয়ারী) এক অভিযানে ১ শত গ্রাম হেরোইন উদ্ধার করে র‌্যাব-৫। এ সময় এক যুবককে আটক করে র‌্যাব।

এ বিষয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় র‌্যাবের মিডিয়া উইং থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে জানানো হয়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিজানিক দল পূর্ব পরিকল্পনা মোতাবেক সোমবার বিকাল ৫টায় রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সাধুর মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি মটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে গতি রোধ করা হয় এবং উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সামনে আটক যুবক কাওসারের দেহ তল্লাশি করে তার কোমর থেকে ১ শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। অভিযানে হেরোইন পরিবহনে ব্যবহৃত মটরসাইকেলটি জব্দ করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক দোষ স্বীকার করায় তাকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় সোপর্দ করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT