ঢাকা (সকাল ৭:৩৫) শনিবার, ৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনামসজিদ সীমান্তে আনার ভর্তি ভারতীয় ট্রাক জব্দ

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১১:৩০, ১৯ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে আমদানীকৃত আনার ভতি ৩র্টি ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার দুপুর ১টায় ট্রাকগুলো জব্দ করা হয়।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, বুধবার জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সীমান্ত দিয়ে ভারতীয় ট্রাকে করে আমদানীকৃত ৩ ট্রাক আনার ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর ট্রাকগুলোতে নির্ধারিত ওজনের চেয়ে অতিরিক্ত আনার আছে সন্দেহে ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ স্থলবন্দর চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার মো. হানিফ মিয়া ট্রাকগুলো আটক করে। পরে যাচাই করার নিমিত্তে তালতলা বাজারে মিথিলা স্কেলে ভারতীয় আনার ভর্তি ফলের ট্রাকের চালান রশিদ অনুযায়ী বিজিবি ও সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ যৌথভাবে পরিমাপ করে ৪ হাজার ৯ শত ১১ কেজি আনার ফল বেশি পাওয়া যায়। যার সিজার মূল্য ১১ লক্ষ ৭৮ হাজার ৬ শত ৪০ টাকা।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ আমদানীকৃত পন্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে আমদানি কারকের ওপর ৪ লক্ষ ৫৯ হাজার ৮ শত ২৬ টাকা এবং পন্যচালানটি অবাধে আমদানিযোগ্য বিধায় সরকারী কোষাগারে জমা সাপেক্ষে আরো ৫০ হাজার টাকাসহ আমদানি কারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে সর্বমোট ৫ লক্ষ ৯ হাজার ৮ শত ২৬ টাকা অর্থদন্ড করে ভারতীয় আনার ভর্তি ফলের ভারতীয় ট্রাক ৩টি ছেড়ে দেয়।

এ বিষয়ে পরবর্তীতে বিজিবি প্রশাসন আরো কঠোর হবে বলে হুশিয়ারী প্রদান করেন বিজিবি অধিনায়ক।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT