সুবর্ণচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়
মোঃ কামরুজ্জামান বৃহস্পতিবার দুপুর ০৩:৫৮, ১৪ মে, ২০২০
রিয়াজ উদ্দিন রুবেল, সুবর্ণচর উপজেলা প্রতিনিধিঃ সুবর্ণচর উপজেলায় বিভিন্ন বাজারে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন সুবর্ণচর উপজেলার সহকারি ভূমি অফিসার আরিফুর রহমান। উপজেলার থানার হাট ও খাসের হাট বাজারে ঔষধ আইন ১৯৪০ ও দন্ডবিধি ১৮৬০ এর উপর মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা আদায় করা হয়। এসময় থানার হাট ও খাসের হাট বাজারে মেয়াদোত্তীর্ণ ঔষধ, থানার হাটে রিওজেন্ট (ডায়াগনস্টিক সেন্টারে), অনিয়মের দায়ে, ফ্রিজিশিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে জরিমানা আদায় করা হয়। লাইসেন্স বিহীন ঔষধ দোকান খোলা, মিস ব্রান্ডের ঔষধ রাখায় ৭ টি মামলায় ৯৮,০০০ টাকা ও একটি কাপড় এর দোকান এ একসাথে ১০/১২ জন থাকায় ১ টি মামলায় ৫০০ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট টিমের সাথে আরো ছিলেন নোয়াখালী জেলা ঔষধ প্রশাসন অধিঃ সহকারী পরিচালক মোঃ মাসুদুজ্জামান খান। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে সহায়তা করেন নোয়াখালী আনসার ব্যাটালিয়ান এর সদস্যগন। অভিযানে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফ্রিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সুবর্ণচর উপজেলা সহকারী ভূমি অফিসার আরিফুর রহমান।