ঢাকা (রাত ১২:৫৮) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সুন্দরপুরে র‌্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, যুবক আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১১:১৬, ১৯ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার বিকালে এই অভিযান পরিচালনা করে র‌্যাব-৫। এ সময় অভিযানে এক যুবককে আটক করা হয়। র‌্যাবের দাবী আটককৃত যুবক একজন মাদক ব্যবসায়ী।

আটক যুবক জেলার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মিরেরচরা এলাকার বাগচর গ্রামের পানফুল ও সাজেমানের ছেলে রফিকুল ইসলাম (৩৩)।

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর উপ-পরিচালক বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, মাদকদ্রব্য গাঁজা নিয়ে অবস্থানের বিশেষ গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. ওমর আলীর নেতৃত্বে জেলার সদর উপজেলার ১৪ নং সুন্দরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাগচর গ্রামে বাইরুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর বৃহস্পতিবার বিকাল পৌণে ৫টায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে পূর্ব থেকে মাদকদ্রব্য গাঁজা নিয়ে অবস্থানরত রফিকুলকে ২ কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রফিক দীর্ঘদিন ধরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এ বিষয়ে সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান উপ-পরিচালক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT