ঢাকা (সকাল ৮:৫০) শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

সিলেট শিক্ষাবোর্ডে এবার এস এস সি’তে পাশের হার ৭৮.৭৯ শতাংশ

সিলেট শিক্ষাবোর্ড
সিলেট শিক্ষাবোর্ড

<script>” title=”<script>


<script>

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট প্রতিনিধিঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে এবার ৭৮ দশমিক ৭৯ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। আর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৬৩ জন। জিপিএ-৪ থেকে ৪.৯৯ পেয়েছে ১৮ হাজার ৮০৮ জন ও জিপিএ-৩.৫০ থেকে ৩.৯৯ পেয়েছেন ২০ হাজার ৯২ জন।

রবিবার (৩১ মে) সকাল সাড়ে ১০ টায় সিলেট শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডে ১ লাখ ১৬ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী ছিলেন। আর পরীক্ষায় অংশগ্রহন করেছেন ১ লাখ ১৬ হাজার ১০৪ জন। এদের মধ্যে পাশ করেছেন ৯১ হাজার ৪৮০ জন। পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৩৯ হাজার ৫০৪ জন ছেলে ও ৫১ হাজার ৯৭৬ জন মেয়ে।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার ৪৩ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ৩৫ হাজার ৩০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৮০ জন। পাশের হার ৮০ দশমিক ৯৬ শতাংশ।

হবিগঞ্জ জেলায় ২৩ হাজার ১৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৬ হাজার ৮৪৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৬০৫ জন। পাশের হার ৭২ দশমিক ৭৩ শতাংশ।

মৌলভীবাজার জেলায় এবার ২৪ হাজার ৩৯৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৭৩১ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৫ জন। পাশের হার ৮০ দশমিক ৮৮ শতাংশ।

সুনামগঞ্জ জেলায় এবার ২৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন। এর মধ্যে পাশ করেছেন ১৯ হাজার ৫৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪১৩ জন। পাশের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ।

এবার বিজ্ঞান বিভাগে পাশের হার ৯০ দশমিক ৪৬ শতাংশ, মানবিক বিভাগে ৭৪ দশমিক ৭৬ শতাংশ এবং ব্যবসা প্রশাসন বিভাগে পাশের হার ৪৭ দশমিক ৪০ শতাংশ।

সিলেট শিক্ষাবোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ বলেন, গতবছর সিলেট শিক্ষাবোর্ডে ৭০ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাশ করে। এবার ৭৮ দশমিক ৭৯ শতাংশ পাশ করেছে। সেই হিসেবে ফলাফল গতবছর থেকে অনেক ভালো হয়েছে। এছাড়া গতবছর ২ হাজার ৭৫৭ জন জিপিএ-৫ পায়। এবার পেয়েছে ৪ হাজার ২৬৩ জন।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT