সিরাজগঞ্জে ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বেড়েছে ২১ সেন্টিমিটার
মোঃ কামরুজ্জামান শুক্রবার সন্ধ্যা ০৭:২২, ১৯ জুন, ২০২০
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুতগতিতে বাড়ছে। ইতোমধ্যে যমুনার চরাঞ্চলের নিন্মভূমি প্লাবিত হয়েছে। শত শত একর ফসলি জমি ডুবে গেছে। শুক্রবার (১৯জুন) সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, সকালে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি ১২ দশমিক ১৬ মিটার রেকর্ড করা হয়েছে। গত ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ২১ সেন্টিমিটার। । তবে এখন থেকে পানি বৃদ্ধি অব্যাহত থাকবে।সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ১১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন যুমনায় পানি বৃদ্ধি পাচ্ছে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো প্রবল বন্যার আশঙ্কা নেই । তাই পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের ফসলি জমিগুলো তলিয়ে গেছে। নষ্ট হয়ে গেছে সবজিসহ বিভিন্ন ফসল। সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল আলীম মণ্ডল জানান, জানান, জুন মাসের শুরু থেকেই যমুনায় পানি বাড়ছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে চরাঞ্চলের সব ফসলি জমি তলিয়ে গেছে। এতে বিভিন্ন ধরনের সবজি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) হাবিবুল হক জানান, চরাঞ্চলের ৯০ একর জমির পাট, ৫০ একর জমির তিল সম্পূর্ণরূপে তলিয়ে গেছে। এছাড়াও টানা বৃষ্টির ফলে ৫৮০ একর জমির সবজির সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পানি বাড়তে থাকলে বাদাম ও ভুট্টার ক্ষতি হয়ে যাবে।