ঢাকা (সকাল ৭:০৭) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজগঞ্জে সারের ভর্তুকির টাকার চেক বিতরণ



নাজমুল হোসেন, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষি খাতকে শক্তিশালী করতে ডিলারদের মাধ্যমে ভর্তুকি দিয়ে সরকার কৃষককে সার প্রদান করছে। করোনার সময়েও সরকারের গুদামে পর্যাপ্ত সার মজুদ, বাজারে সারের কোন সঙ্কট নেই। কেউ সার নিয়ে গুজব ছড়িয়ে কৃত্রিম সঙ্কট সৃষ্টি-মূল্য বৃদ্ধির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থ নেয়া হবে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ সোমবার (৬ জুলাই) সকালে সরকার সিরাজগঞ্জ জেলা পর্যায়ের সার ডিলারদের মধ্যে মজুদ ডিএপি সারের পরিশোধযোগ্য ভর্তুকির টাকার চেক বিতরণ করার সময় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা প্রশাসকের কার্যালয় এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ ফিরোজ মাহমুদ এতে সভাপতিত্ব করেন। এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন,জেলার বিসি আই সি সার ডিলারের সভাপতি ওয়াহেদুল ইসলাম সহ উপজেলা থেকে আসা বিভিন্ন ডিলারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার ১৬৪ জন সার ডিলারের মধ্যে প্রায় ৯৮ লক্ষ ৪০ হাজার ১ শত টাকা বিতরণ করা হয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT