ঢাকা (রাত ১১:৪২) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সিরাজগঞ্জে র‍্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাজমুল হোসেন, সিরাজগঞ্জ নাজমুল হোসেন, সিরাজগঞ্জ Clock শুক্রবার রাত ১০:৩৪, ২৪ জুলাই, ২০২০

বগুড়ার শেরপুর থানার নাকুয়া গ্রাম থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার (২৩ জুলাই ) সন্ধ্যায় গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল বগুড়ার শেরপুুর থানাধীন সীমাবাড়ী ইউনিয়ানের নাকুয়া গ্রামে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত আসামী বগুড়া শেরপুর জেলার কালিয়কৈর চকগোলা গ্রামের পিতা-মোঃ খায়রুজ্জামান ছেলে মোঃ আঃ মমিন (৩০)।

শুক্রবার ২৪ জুলাই সকালে ১০ টায় র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়া জেলার শেরপুর থানাধীন নাকুয়া গ্রামে বিপুল পরিমান মাদক
ক্রয়-বিক্রয় করছিলো তখন অভিযান চালিয়ে ১৫০ পিচ ইয়াবা এবং মাদক কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও ২টি সিমকার্ড সহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বগুড়া জেলার শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) এর সরনীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT