সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ১৫ জনের অর্থ দন্ড
মোঃ কামরুজ্জামান রবিবার রাত ০৮:৩৫, ৭ জুন, ২০২০
মোঃ নাজমুল হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কোভিড-১৯ প্রতিরোধে জনসমাগম করায় দায়ে ১৫ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । ভ্রাম্যমাণ আদালতে সূত্র জানা যায় , রবিবার ৭ জুন বিকালে পাইকশা, কড্ডা মোড় , মিরপুর এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮,৪৩ ও ৫৩ ধারায় ৬ জনের বিরুদ্ধে ৬ টি মামলা, এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ও ৯২ ধারায় ২ জনের বিরুদ্ধে ২ টি মামলা সহ দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ জনের বিরুদ্ধে ৭ টি মামলা দায়ের করে সর্বমোট ৯ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করেন আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপি সার্বিক সহায়তা করেন।