সিরাজগঞ্জে ভেজাল দুধের ব্যবসায়ীকে অর্থদন্ড
মোঃ কামরুজ্জামান মঙ্গলবার রাত ১১:০১, ১১ আগস্ট, ২০২০
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের কাটা ওয়াপদা অভিযান চালিয়ে অসাধু দুধের ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ১০ আগষ্ট সকালে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে সহায়তা করেন সিরাজগঞ্জ সদর সেনেটারী ইন্সপেক্টর ডিপু চৌধুরী এবং র্যাব ১২ এর চৌকষ দল। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানান, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে ভেজাল দুধ শহরে শহরে বিক্রয়ের জন্য আনয়নকালে কাটা ওয়াপদা নামক স্থানে অভিযান চালিয়ে দুধের মান নির্ধারিত যন্ত্র দিয়ে পরিক্ষা করা হলে দুধের ভেজাল পরিলক্ষিত হওয়ায় মোঃ পরান মন্ডল ছেলে আবুল কাশেম(৬০) কে ৩০ হাজার টাকা অর্থ দন্ড ভ্রাম্যমান আদালত।অসাধু দুধের ব্যবসায়ী নুরুল ইসলাম সত্যতা স্বীকার করে বলে দুধে পানি মিশান এবং ক্রয়কৃত ফ্যাটবিহীন দুধ মিশ্রিত করে তা তাপে দিয়ে ফুটালে এতে দুধের ঘনত্বে তারতম্য ঠিক থাকায় শহরের বিভিন্ন দোকান এবং সরাসরি বাসা বাড়িতে দুধ বিক্রি করেন।সে প্রায় ৫ বছর ধরে এ ব্যবসার সাথে জড়িত। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।