ঢাকা (দুপুর ১২:৫৩) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত



মোঃ নাজমুল হোসেন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ আগষ্ট) বেলা ১১ টার দিকে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক সালমান হক শিবলী ভুঁইয়ার সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রাণী সম্পাদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার অপু, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরোজ মাহমুদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের কেন্দ্রী কমিটির-সভাপতি শেখ আতিকুর বাবু, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুল হক জুয়েল প্রমুখ আরো বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ মুজিবুর রহমানের চিন্তা-চেতনা বাস্তবায়ন হলে সমাজে কোন ভেদাভেদ থাকতো না। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, তিনি জীবিত থাকলে এতো দিন তার কাঙ্খিত সেই স্বপ্ন বাস্তবায়ন হয়ে যেত। কিন্তু এ দেশ স্বাবলম্বী হয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে যাতে দাঁড়াতে না পারে সেজন্যই তাকে নির্মম ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, জেলার ৯টি উপজেলার সভাপতি এবং সাধরণ সম্পাদকসহ জেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যবৃন্দরা।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT