সিরাজগঞ্জে করোনা চিকিৎসায় অক্সিজেন বিতরণ করল আবুল খায়ের গ্রুপ
নাজমুল হোসেন, সিরাজগঞ্জ শুক্রবার রাত ১০:৩৫, ১০ জুলাই, ২০২০
দেশের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় অক্সিজেন সংকট নিরসনে সিরাজগঞ্জ জেলায় করোনা আক্রান্ত মানুষের চিকিৎসা সেবায় সহযোগিতার জন্য আবুল খায়ের গ্রুপ ২০ টি অক্সিজেন সিলিন্ডার ও নগদ অর্থ প্রদান করা হয়েছে ।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১১ টায় সিরাজগঞ্জ সার্কিট হাউজে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থমন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর উপস্থিতিতে তাঁর মাধ্যমে আবুল খায়ের গ্রুপের প্রতিনিধি, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ ও সিভিল সার্জন ডা. মোঃ জাহিদুল ইসলামের কাছে এ সিলিন্ডার ও নগদ অর্থ হস্থান্তর করেন।
এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে মানবতার সেবায় আবুল খায়ের গ্রুপের এই সহযোগিতার জন্য সিনিয়র সচিব আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এর আগে সকাল ৯ টায় সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল প্রাঙ্গনে সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম ব্যক্তিগত উদ্যোগে করোনাকালীন দুঃস্থ অসহায় ও কর্মহীন পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।