ঢাকা (রাত ১১:০৮) সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সাইফুল ইসলাম জিন্নাহর দাফন সম্পন্ন

সাবেক ছাত্র ইউনিয়ন নেতা সাইফুল ইসলাম জিন্নাহ

ওবায়দুর রহমান ওবায়দুর রহমান Clock বুধবার সকাল ১১:৪১, ৩১ জুলাই, ২০২৪

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন গৌরীপুর উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম জিন্নাহ (৫৮)’র দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক, ময়মনসিংহের সোহাগী শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি গৌরীপুর উপজেলা সদরের কালীপুর মধ্যমতরফে নিজস্ব বাসায় বসবাস করতেন। তাঁর বাড়ি মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিন বিকেল সাড়ে ৫টায় নিজ বাসার সামনে প্রথম জানাযার নামাজ ও বীরআহাম্মদপুর গ্রামে নিজ বাড়িতে রাত ৯টায় দ্বিতীয় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে বাংলাদেশ কৃষি ব্যাংক ময়মনসিংহ বিভাগীয় ডিজিএম কামরুল হাসান ও গৌরীপুর উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT