সাপাহারে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার বিকেল ০৫:০৬, ২৯ অক্টোবর, ২০১৯
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার তিনটি শিক্ষা প্রতষ্ঠিানকে এমপিওভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, নওগাঁ ১ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার কে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় এমপিওভুক্ত তিন শিক্ষা প্রতিষ্ঠানের যৌর্থ উদ্যােগে সাপাহার উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, আল হেলাল ইসলামী একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুল আলম প্রমুখ।
এসময় আনন্দ শোভাযাত্রায় তিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক -শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য , দীর্ঘ ৯ বছর পর সাপাহার উপজেলায় আল হেলাল ইসলামী একাডেমী (৯ম-১০ম)পর্যায়ে এমপিওভুক্ত,সরফতুল্লাহ ফাজিল ডিগ্রী মাদ্রাসায় (ডিগ্রী) এবং সাপাহার টেকনিকেল এন্ড বিজনেস মেনেজমেন্ট কলেজকে এমপিওভুক্ত ঘোষনা করায় এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।