ঢাকা (সন্ধ্যা ৭:৩৭) বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং

সাপাহারে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন অপরাধে জরিমানা

সাপাহারে ভ্রাম্যমান আদালতের অভিযান, বিভিন্ন অপরাধে জরিমানা
ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

<script>” title=”<script>


<script>

গোলাপ খন্দকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ২টি ঔষধ ফার্মেসী, ২টি অটোচার্জার ও ৩ জন মোটরসাইকেল চালকের ভ্রাম্যমান আদালতে ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। এ সময় সেখানে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই নিউটন ফোর্স সহ উপস্থিত ছিলেন।

বুধবার বিকেল সাড়ে ৫ টায় এ অভিযান পরিচালনা করা হয়। হাতে লিখে মূল্য নির্ধারন, মেয়াদ উর্ত্তীন্ন ও প্রেসক্রিপশন ছাড়া ঔষধ বিক্রির অপরাধে সদরের জেনারেল ফার্মেসীর ১০ হাজার টাকা, চৌধুরী ফার্মেসীর ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে ২টি অটোচার্জারের ডান দিকে ব্লক না লাগানো ও ৩ টি মোটরসাইকেল চালকের হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্রাদী না থাকায় ১৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও কল্যাণ চৌধুরী জানান, এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT