সাপাহারে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনে সেবা পেলো প্রায় তিন শতাধিক রোগী
নিজস্ব প্রতিনিধি মঙ্গলবার বিকেল ০৪:৫০, ২৯ অক্টোবর, ২০১৯
গোলাপ খন্দকার, সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র তিন শতাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার শিরন্টী ইউনিয়ন পরিষদ চত্বরে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল নওগাঁ লিমিটেড এর মার্কেটিং বিভাগের উদ্যোগে এজিএম, ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ইনচার্জ আব্দুল হাই এর সভাপতিত্বে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শিরন্টী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল বাকী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল নওগাঁ এর অফিসার ইনচার্জ মার্কেটিং জামিল সিদ্দিকী,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাপাহার শাখার ম্যানেজার রফিকুল ইসলাম(রফিক), ভিওইল কলেজ এর প্রিন্সিপাল আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে উপজেলার প্রায় ৩ শতাধীক বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র রোগীদের সেবা প্রদান করেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের ডাঃ আনারুজ্জামান ও রুহানিয়া।