ঢাকা (সন্ধ্যা ৭:০৩) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সান্তাহারে হোটেল কর্মচারীকে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) মিরু হাসান বাপ্পী,আদমদীঘি(বগুড়া) Clock শনিবার রাত ১০:৫৭, ৫ সেপ্টেম্বর, ২০২০

আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের শিমুল হোসেন (৩২) নামের এক প্রতিবন্ধী হোটেল কর্মচারী কে শ্বাসরোধে হত্যা মামলার প্রধান আসামি একই হোটেলের কর্মচারী মামুন এলাইচ ওরফে মিলন কে আজ ভোরে রাতে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই আবদুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেছেন।মামুন নওগাঁর ডিমা এলাকার আবুল হোসেনের ছেলে।

উল্লেখ্য, সান্তাহার বিসমিল্লাহ হোটেলের মিষ্টি দই তৈরীর একটি কারখানা কর্মচারী শিমূল প্রতিদিরে মতো গত ২৬ আগস্ট কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেলোয়ার হোসেন নামের একজন শিমূল কে ডাকতে গেলে তার কোন সাড়া না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে শিমুলের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে আশপাশের লোকজন কে ডেকে ঘরে ঢুকে শিমুলের মৃতদেহ দেখতে পায়। সময় শিমুলের মুখ বালিশ কাঁথা দিয়ে জড়ানো ছিল।

সান্তাহার শহর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করেন। ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই আবদুল ওয়াদুদ গ্রেফতারের কথা নিশ্চিত করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT