ঢাকা (রাত ৯:৫৭) শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ ইং

সান্তাহারে মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরন

<script>” title=”<script>


<script>

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা দেশের সোনা এই স্লোগানকে সামনে রেখে সান্তাহারে মৎস্য চাষীদের নিয়ে আলোচনা ও চাষীদের মাঝে বিলুপ্তিপ্রায় বিভিন্ন প্রজাতির দেশী পোনা মাছ বিতরন করা হয়। জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রবিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সান্তাহার প্লাবন ভুমি উপকেন্দ্রের উদ্দ্যোগে উক্ত উপকেন্দ্র চত্তরে এলাকার মৎস্য চাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়। উলে­খিত প্লাবন ভুমি উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক মৎস্য কর্মকর্তা ড. ডেভিড রিন্টু দাসের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় কুমার পাল। অন্যান্যের মধ্যে প্লাবন ভুমি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা মালিহাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এলাকার ১৫ জন মৎস্য চাষীদের মাঝে বিলুপ্তিপ্রায় দেশী প্রজাতির ভেদা (নুনা), আইকর,পবদাসহ বিভিন্ন প্রজাতির ৩০ হাজার পোনা মাছ বিতরন করা হয়।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT