ঢাকা (রাত ৪:১৩) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock শুক্রবার দুপুর ০২:৪৮, ৫ মার্চ, ২০২১

বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন লাইলী বেগম (৭০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের মালশন এলাকায় ঘটনাটি ঘটে। নিহত লাইলী বেগম সান্তাহার সান্দিড়া গ্রামের মৃত হাফেজ মন্ডলের স্ত্রী।

জানা যায়, ওই ভারসাম্যহীন নারী সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ মালশন রেললাইনের উপর দিয়ে পার হতে গিয়ে কোন একটা ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। স্থানীয়রা দেখতে পেয়ে সান্তাহার রেলওয়ে থানায় খবর দেয়৷পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে পুলিশ পরিবারের লোকজনের কাছে লাশটি হস্তান্তর করেন। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT