ঢাকা (রাত ২:০৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাদুল্লাপুর উপজেলার প্রবীণ শিক্ষক নরুন্নবী সরকার আর নেই

মরহুম নরুন্নবী সরকার স্যার
মরহুম নরুন্নবী সরকার স্যার

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock মঙ্গলবার বিকেল ০৪:৪৩, ২২ অক্টোবর, ২০১৯

তারেক আল মুরশিদ, গাইবান্ধা প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার প্রবীণ শিক্ষক নরুন্নবী সরকার আর নেই। তিনি সোমবার ভোর সোয়া ৫ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত রক্তক্ষরণে ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।

তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে যান। ওই প্রবীণ শিক্ষক নুরুন্নবী সরকার উপজেলার জামালপুর ইউনিয়নের এনায়েতপুর গ্রামের মৃত কছর উদ্দিন সরকারের একমাত্র ছেলে। তিনি এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহকারি শিক্ষক হিসেবে চাকুরি করে অবসর গ্রহন করেন।

ব্যক্তি জীবনে তিনি এনায়েতপুর বাজার, এনায়েতপুর জামে মসজিদ কমিটির সভাপতি ও শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন।সোবমবার বাদ আছর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

মরহুমের বিদেহী আত্নার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, মুসলিম এইড বাংলাদেশ এর পিআরও আব্দুল আউয়াল মিয়া, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক তোফায়েল হোসেন জাকির, সহকারি শিক্ষক আলমগীর ম-ল, বিদ্যালয় সভাপতি বেলাল হোসেন সরকার, প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন ম-ল, অধ্যাক্ষ তাজুল ইসলাম ও এনায়েতপুর জামে মনজিদের সভাপতি আব্দুস সামাদ মিয়া প্রমূখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT