ঢাকা (দুপুর ১:৫৫) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাতক্ষীরার শহরের মিলবাজারে টিনের চাল কেটে দুটি দোকানে চুরি সংঘটিত

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock সোমবার দুপুর ০১:২৪, ২৭ জুলাই, ২০২০

আজহারুল ইসলাম সাদীঃ সাতক্ষীরা শহরের মিলবাজারে দু’টি দোকানের টিনের চাল কেটে দূঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। দু’টি দোকান থেকে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে, সরেজমিনে কাটিয়া মিল বাজারের তৃষ্ণা টেলিকম এর স্বাত্বাধিকারী মিঠুন ব্যাণার্জী জানান, প্রতিদিনের ন্যয় রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। সকালে দোকানে চুরি হয়েছে মর্মে খবর পেয়ে আজ সকালে তিনি দোকানে এসে দোকানের টিনের চাল কাটা অবস্থায় দেখতে পান। তালা খুলে ল্যাপটপ, ২ টা বাটন মোবাইল, সিগারেটসহ ৮০ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে। মিলবাজারের ঊষা ভিডিও স্টুডিও এর স্বাত্বাধিকারী প্রদীপ সরকার জানান, সোমবার সকালে খবর পেয়ে দোকানে এসে তিনি ও জানতে পারেন তার দোকানের চালের টিন কেটে নগদ ৫ হাজার টাকা, এক হাজার টাকার মোবাইল রিচার্জ কার্ড, একটি ফ্লাশ লাইট, একটি ক্যামেরার ব্যাটারীসহ ২০ হাজার টাকার জিনিস খোয়া গেছে। ক্ষতিগ্রস্ত মিঠুন ব্যাণার্জী ও প্রদীপ সরকার বলেন, বাজারে নাইট গার্ড থাকতেও কিভাবে চুরি হলো সেটা তাদের বোধগম্য নয়। মিলবাজারের নাইট গার্ড আলাচাঁদ বলেন, তিনি বাজারের একপ্রান্তে থাকাকালিন এ ধরণের চুরি সংঘটিত হতেও পারে। এ প্রসঙ্গে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT