সাজানো মিথ্যা অভিযোগের বিরুদ্ধে সোহেল রানা’র তীব্র প্রতিবাদ ও নিন্দা
এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা রবিবার ১২:২৪, ২১ মার্চ, ২০২১
একটি সাজানো মিথ্যা অভিযোগ এর বিরুদ্ধে দাউদকান্দি উপজেলা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছন।
জানা যায়, কে বা কারা স্থানীয় আ.লীগ এর কিছু স্থানীয় পরিমার্জিত রাজনৈতিক ব্যক্তি ও জনপ্রতিনিধিদের চাঁদাবাজ উল্লেখ্য করে কুমিল্লা জেলা পুলিশ বরাবর একটি অভিযোগ করেন। আবেদন বা অভিযোগকারীর এর স্বাক্ষরে নাম দেওয়া হয়েছে দাউদকান্দি উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি সোহেল রানা’র নাম।
এ বিষয়ে তার সাথে কথা হলে বলেন,” আমার নাম উল্লেখ্য বা আমাকে বাদী করে যে মিথ্যা অভিযোগটি করা হয়েছে এর কয়েকটি কারণ আমি তুলে ধরছি।
১,আমি আমার নামের সাথে আহম্মেদ ব্যবহার করি না।আমার নাম মো. সোহেল রানা,
২,আমার পিতার পুরো নাম একেএম রেহানউদ্দিন,আমার পিতার নাম এখানে দেওয়া হয়েছে রেহানউদ্দি্ন
৩,পাঁচ নম্বর আসামি করা হয়েছে আমার আপন শ্যালক মামুনকে।
আমি যদি অভিযোগ করতাম তাহলে নিশ্চয়ই এখানে নিজের নাম ও বাবার নামে ভুল করতাম না এবং আমার শ্যালক মামুনের নাম আসতো না।
তিনি আরো বলেন,এহেন হীন মানসিকতার পরিচয় দিয়ে উদ্দেশ্যপ্রনোদীত হয়ে এমন আজগুবি অভিযোগ এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
আইনশৃঙ্খলা বাহিনীর গোপনীয়তা রক্ষার্থে অভিযোগকারীর যে স্বাক্ষর ব্যবহার করা হয়েছে তার সাথে আমার স্বাক্ষরের কোনোই মিল নেই সম্পূর্ণ গরমিল রয়েছে।
সোহেল রানা বলেন,মামলার তদন্তকারী কর্মকর্তা ও আমার স্বাক্ষরটি একাধিক বার যাচাই- বাছাই করেছেন। তিনিও তিনিও এ বিষয়ে মানে আমার স্বাক্ষরের সাথে বা আমার হাতের লেখার সাথে কোনো মিল পাননি।”