ঢাকা (রাত ১১:২০) বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

সাঘাটায় ডুবে যাওয়ার ৪ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

আসাদ খন্দকার,সাঘাটা(গাইবান্ধা) আসাদ খন্দকার,সাঘাটা(গাইবান্ধা) Clock বৃহস্পতিবার রাত ০৮:২৪, ৩ সেপ্টেম্বর, ২০২০

গাইবান্ধার সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামে কচুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর থেকে ডুবে যাওয়ার ৪ ঘন্টা পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত রেজাউল করিমের পুত্র মৃদুল মিয়া (২৮) উক্ত কচুয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরের পাশ দিয়ে গেলে পানিতে ডুবে যায়। পরে আশেপাশের লোকজন মৃত মৃদুল মিয়া পুকুরের পানি থেকে না ওঠায় সাঘাটা ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। পরে বিকেলে ফায়ার সার্ভিসের কর্মী ও রংপুরের ডুবুরী দলের যৌথ চেষ্টায় ডুবে যাওয়া ওই যুবক মৃদুল মিয়ার লাশ উদ্ধার করে।

মৃত মৃদুল মিয়া’র বড় ভাই আবু সুফিয়ান রায়হান ও ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুল হামিদ জানান, মানসিক ভারসাম্যহীন থাকার কারণে মহিমাগঞ্জ থেকে গ্রামের বাড়ী কমলপুরে আসার সময় এই দূর্ঘটনা ঘটে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT