ঢাকা (রাত ৪:৫২) মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
শুভেচ্ছা বার্তা :
মেঘনা নিউজ-এর এক যুগে পদার্পণ উপলক্ষ্যে সকল পাঠক-দর্শক, প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী, সহযোগী, কলাকৌশলীসহ দেশ ও প্রবাসের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
শিরোনাম

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম Clock বুধবার দুপুর ০২:০৪, ১৯ মে, ২০২১

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবিতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১১টায় উলিপুর শহরের চৌরাস্তা (বড় মসজিদ) মোড়ে উলিপুর  প্রেসক্লাবের সাংবাদিক ও সুধীবৃন্দ ঘন্টাব্যাপি এ প্রতিবাদ-মানববন্ধন পালন করেন।

উলিপুর প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিয়াজী,সাবেক সভাপতি আবু সাঈদ সরকার,তৈয়বুর রহমান,যুগ্ন আহবায়ক আমিনুল ইসলাম বিটু,সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হান্নান,নুরবক্ত মিয়া, নুরুজ্জামান সরকার ও শহিদুল আলম বাবুল।

মানবন্ধনে বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে দীর্ঘ ৬ ঘন্টা আটকে রেখে শারিরীক ও মানষিকভাবে নির্যাতন করে চুরির অভিযোগে পুলিশে সোপর্দ করার তীব্র নিন্দা জানান। অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার করে দুর্নীতির সাথে জড়িত কর্মকতার্দের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT