ঢাকা (ভোর ৫:২৭) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সরকারকে রাজশাহীতে হলুদ ও ঢাকায় লাল কার্ড দেখাবে বিএনপি

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock মঙ্গলবার রাত ১০:৫৪, ৮ নভেম্বর, ২০২২

বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৩ ডিসেম্বর শনিবার রাজশাহীতে গণসমাবেশে আওয়ামীলীগ সরকারকে হলুদ কার্ড দেখাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। এরপর আগামী ১০ ডিসেম্বর শনিবার ঢাকার গণসমাবেশে সরকারকে লাল কার্ড দেখিয়ে ক্ষমতা ছাড়া করবে বিএনপি।

ঢাকার গণসমাবেশের মাধ্যমে অবৈধ সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। দেশের জনগণের জন্য ভোটাধিকার নিশ্চিত করতে এভাবেই কঠোর আন্দোলন গড়ে তুলবে বিএনপি। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় এসব কথা বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া।

সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু আরও বলেন, আওয়ামীলীগ সরকার সর্বোচ্চ প্রচেষ্টা করেও বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলো ঠেকাতে পারেনি। যানবহন চলাচল বন্ধ করে, হামলা করেও এসব গণসমাবেশ ব্যর্থ করতে পারেনি সরকার। পায়ে হেঁটে, নৌকায় করে, মটরসাইকেল-সাইকেলে করে, ভুটভুটিতে করে জনগণ গণসমাবেশে এসেছে। দেশের সব বিভাগীয় গণসমাবেশে জনগণের উপস্থিতি প্রমাণ করেছে দেশের মানুষ আওয়ামীলীগ সরকারের অত্যাচারে অতিষ্ঠ হয়েছেন।

বিএনপি নেতা দুলু বলেন, প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দেশে দূর্ভিক্ষ আসছে। কারন তিনি ভালোই জানেন দেশের অর্থনৈতিক অবস্থা কি। রিজার্ভ কমে গেছে, দেশে মুদ্রাস্ফিতি দেখা দিয়েছে। এর প্রধান কারণ আওয়ামীলীগ সরকারের এমপি-মন্ত্রীরা লাগামহীন অনিয়ম-দূর্নীতি করে দেশে লুটপাটের রাজনীতি কায়েম করেছে। বিএনপি ক্ষমতায় আসলে সবকিছুই বিচারের আওতায় নিয়ে আসা হবে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ৩ ডিসেম্বর শনিবার রাজশাহীর গণসমাবেশেও সরকার নানারকম বাধার সৃষ্টি করবে। তিনদিন আগে গণপরিবহন বন্ধ হলে আপনারা ৪ দিন আগেই সভাস্থলে পৌঁছাবেন। রাতেই সেখানে অবস্থান করবেন। আমরা আপনাদের রাতে সেখানে থাকা ও খাবারের ব্যবস্থা করব। কোন বাধাই এই গণসমাবেশ বন্ধ করতে পারবে না। আপনারা প্রয়োজনে হেঁটে, নৌকায় হলেও গণসমাবেশ সফল করবেন। এ সময় সকল মতভেদ ভুলে সরকারের পতনের আন্দোলনে মনযোগ দেয়ার আহŸান জানান তিনি।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির আহŸায়ক মজিবুল হক, জেলা বিএনপির সদস্য ইয়াজদানি জর্জ, রফিকুল ইসলাম বুলবুল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠানসহ জেলা বিএনপির সদস্যরা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT