ঢাকা (রাত ৩:৪০) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিয়ালমারা সীমান্তে ভারতীয় ফেনসিডিল উদ্ধার;আটক ১

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার সন্ধ্যা ০৭:৩১, ২৫ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে এক যুবককে আটক করতে সক্ষম হয় বিজিবি-৫৯।

আটক যুবক জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকার শিয়ালমারা গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মানসুর (৩০)।

এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টির সত্যতা নিশ্চিত করে সোমবার বেলা ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, আরআইবি’র তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত গভীর রাত দেড়টায় সোমবার শিয়ালমারা বিওপির নায়েব সুবেদার মো. ইয়ারুল হকের নেতৃত্বাধীন টহল দল জেলার শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত এলাকার সীমান্ত পিলার ১৮৬/৪-এস হতে ৪শত গজ বাংলাদেশের অভ্যন্তরে খানিয়াদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মানসুরকে ৩৫ হাজার টাকার মোট ৭০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মাদক ফেনসিডিলসহ আটক করা হয়। অভিযানে তার কাছে থাকা মোবাইল ফোন ও সীম কার্ড জব্দ করা হয়।

আটককৃত ফেনসিডিল, মোবাইল ফোন ও সীম কার্ডসহ ধৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT