ঢাকা (রাত ৩:০৮) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

শিবচরে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock বুধবার সন্ধ্যা ০৬:২৪, ২ জুন, ২০২১

মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষণ মামলার পলাতক আসামী সোহান মাদবর(২০)-কে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। বুধবার সকালে শিবচর থানা উপ-পরিদর্শক শেখ আল আমিনের নেতৃত্বে মাদারীপুরে অভিযান চালিয়ে ধর্ষক সোহান মাদবরকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত ৮ মার্চ শিবচর উপজেলার মাদবচর বাজারে মুরগী ব্যবসায়ী সোহান মাদবর তার দোকানে ডেকে নিয়ে ৭ বছরের শিশুটিকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে প্রচুর রক্তপাত হলে ওই আসামী শিশুটিকে মুরগি কাটার চাকু দেখিয়ে ভয়ভীতি দেখায়। কাউকে কিছু বললে কেটে আড়িয়াল খা নদীতে ভাসিয়ে দিবে বলে ভয় দেখিয়ে রক্তমাখা শরীর মুছিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়।
পরবর্তীতে শিশুটির পরিবার বিষয়টি টের পেলে শিবচর থানায় মামলা দায়ের করেন। ধর্ষণের পর থেকেই পলাতক ছিলো ধর্ষক সোহান মাদবর। আজ বুধবার সকালে শিবচর থানার উপ-পরিদর্শক শেখ আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুরের নতুন কোটের এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক সোহানকে গ্রেফতার করে।
শিবচর থানা অফিসার ইনচার্জ মো: মিরাজ হোসেন বলেন, বুধবার সকালে শিশু ধর্ষক মামলার পলাতক আসামী সোহান মাদবরকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT