শিবগঞ্জে ২৫ মন আম ধ্বংস
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২৯, ২০ মে, ২০২১
আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অপরিপক্ক ২৫ মন লখনা আম ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ট্রলির চাকায় পিষ্ট করে আমগুলো ধ্বংস করা হয়।
অভিযোগ রয়েছে কিছু অসাধু ব্যবসায়ী লোভের বর্শবর্তী হয়ে বাজার জাত করার উদ্দেশ্যে অসময়ে লখনা আমগুলো পেড়ে কেমিকেল ও মেডিসিন দিয়ে পাকিয়ে ট্রাকে করে দেশের বিভিন্ন স্থানে পাঠতো।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, কিছু অসাধু ব্যবসায়ী অতি লোভের আশায় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের আগেই অপরিপক্ক আম গাছ থেকে নামিয়ে ফরমালিন মিশিয়ে বাজারে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি আড়তে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ৪৫টি ক্যারেটে রক্ষিত মোট ২৫ মন আম জব্দ করা হয়। পরে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার মিঠুন মৈত্রের উপস্থিতিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শিবগঞ্জ থানা চত্বরে ট্রলির চাকার নিচে পিষ্ট করে অপরিপক্ক কেমিকেল যুক্ত আমগুলো ধ্বংশ করা হয়।
এদিকে শিবগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান, ধ্বংসকৃত অপরিপক্ক আমগুলো ট্রাকে করে ঢাকায় নেয়ার প্রস্তুতি চলছিলো। কিন্তু আম পাড়ার সময় না হওয়া পর্যন্ত বাজারে আম নামবে না। আর তাই আমের আড়তসহ ব্যবসায়ীদের নজরে রাখছে উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন ও পুলিশ। মূলত যেসব শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় অপরিপক্ক আমে ফরমালিন মিশিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন কেবল তাদের বিরুদ্ধেই প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের বাজারে নিরাপদ ও পরিপক্ক আম নিশ্চিত করতে এখন পর্যন্ত গাছ থেকে আম নামানোর সময় নির্ধারণ করেননি জেলা প্রশাসন।